হবিগঞ্জ প্রতিনিধি : গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে হবিগঞ্জে পুলিশের অঘোষিত ১৪৪ ধারা বাধা উপেক্ষা করে জেলা বিএনপি কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে। আজ ৫ জানুয়ারী’১৪ গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ,বাবু গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী’ গ্রেফতারের প্রতিবাদে দুপুরে কালো পতাকা নিয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,সাবেক ছাত্রদল সভাপতিদ্বয় আমিনুর রশীদ এমরান ও আড.কামাল উদ্দিন আহম্মদ সেলিমের নেতৃত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুক আহম্মদ,মোহাম্মদ আলী মুসা,হাজী ফজলুর রহমান টেনু,আড.আফজাল হোসেন,আজম উদ্দিন,দেলোয়ার হোসেন চৌধুরী, মোহামমদ নানু মিয়া, এস.এম.আওয়াল,মুকিম চৌধুরী,আব্দুল আহাদ,জহিরুল হক শরিফ,জহিরুল ইসলাম সেলিম,আক্কাস আলী,আব্দুল আহাদ আনসারী,মীর দুলাল,আলমপনা চৌধুরী মাসুদ,আব্দুল আজিজ,সাইফুল ইসলাম রাজ,শাহ আজিজুর রহিম,সেলিম রানা, ইকবাল খান,মোহাম্মদ আলী শিপন,ফেরদোস আহম্মদ, আল আমিন, আবিদুর রহমান বুলবুল,হারিস মিয়া,মিজানুর রহমান সোহেল, গোলাপ মিয়া, আলী রেজা উজ্জ্বল,মোস্তাফিজুর রহমান পলাশ,জামিউর রহমান জামু ,সাইফুর রহমান রিপন,ফজলুল ইসলাম,সাইফুল ইসলাম,মুন্না,রানা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গনতন্ত্র হত্যা দিবসে দেশনেত্রী বেগম খলেদা জিয়াকে অবরুদ্ধ করে আজ দেশকে এই সরকার অগ্নিকুন্ডে পরিনত করেছে। পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ির উত্তাপ সকল পরিস্থিতিকে একটি অনিবার্য অদ্ভুথানের দিকে ধাবিত করছে।