মোযযাম্মিল হক, বিশষ প্রতিনিধি।।
ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ কর্তৃক পরিচালিত ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার ২০১৬ সালের বিদায়ী দাখিল পরিক্ষার্থী ছাত্রদের উদ্যোগে আজ মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার মেনেজিং কমিটির সভাপতি ও ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর সাহেব, মাওঃ মুফতী আলহাজ্ব সৈয়দ ছালেহ আহমাদ মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার আজীবন দাতা সদস্য পীরজাদা আলহাজ্ব মাওঃ সৈয়দ মঈনুদ্দীন আহমাদ, মোঃ সালাউদ্দিন সুমন সহ মাদরাসার মেনেজিং কমিটির সদস্যবৃন্দ। মাদরাসার সুপার মাওঃ আবুবকর ভূইয়ার সভাপতিত্ত্বে ও মাওঃ সৈয়দ আশরাফ উদ্দিন শামীমের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন মাদরাসার শিক্ষক মাওঃ খোরশেদ আলম, মোঃ বাইজিদ মিয়া, মাওঃ রায়হান উদ্দিন, মাওঃ কুতুবউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পীরজাদা মাওঃ সৈয়দ মঈনুদ্দীন আহমাদ, লাখাই উপজেলা যুবলীগ নেতা জনাব মোঃ সালাউদ্দিন সুমন প্রমুখ। পরিক্ষার্থী ছাত্রদের মধ্যে বক্তব্য দেন ছাকিয়ে কাউছার, মুখলিছুর রহমান। আলোচনা শেষে পরিক্ষার্থী মেধাবী ছাত্রদের পুরস্কৃত করা হয়। সবশেষে মিলাদ মাহফিল ও ২০১৬ সালের দাখিল পরিক্ষার্থী ছাত্রদের জন্য বিশেষ মোনাজাত করেন পীরজাদা আল্লামা মুফতী আলহাজ্ব সৈয়দ ছালেহ আহমাদ মামুন পীর সাহেব ফান্দাউকী। এ বছর ফান্দাউক মাদরাসার ৪২ জন পরিক্ষার্থী দাখিল কেন্দ্রীয় পরিক্ষায় অংশ নিচ্ছে। ছাত্ররা সকলের দোয়া চেয়েছে।