চুনারুঘাট প্রতিনিধি : নিজ বাড়ীতে ১মাস রাখার পর আলেয়াকে বিয়ে করলেন স্যানেটারী মিস্ত্রী ফারুক। রবিবার রাতে জনরোষের এক পর্য্যায়ে ইউপি সদস্য আবু তাহের (ছক্কা মেম্বার) এর নেতৃত্বে তাদের বিয়ে সম্পন্ন হয়। প্রথমে বিয়ে করতে অস্বীকার করলে উপস্থিত এলাকাবাসী তাদের মেডিকেল টেষ্ট করার প্রস্তাব করেন। পরে অবস্থা বেগতিক দেখে ওই যুবতীকে বিয়ে করতে রাজি হন ফারুক।
ঘটনার সূত্রে জানা যায়- চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আব্দুন নূর এর পুত্র স্যানেটারী মিস্ত্রী ফারুক মিয়া (৩৫) এর বাড়ীতে একই এলাকার বাল−া গ্রামের মৃত আকবর আলীর মেয়ে আলেয়া খাতুন (১৮) প্রায় ১মাস যাবৎ বসবাস করে আসছে। বিষয়টি পাড়া প্রতিবেশীদের নজরে আসলে সমালোচনা শুরু হয়।
এক পর্য্যায়ে স্থানীয় ইউপি সদস্য ও মুরুব্বিদের অবগত করলে রবিবার সন্ধায় গ্রাম্য শালিস বৈঠকে তাদের উভয়কে ডাকা হয় এবং জিজ্ঞাসাবাদ করে উভয়ের মতামতের ভিত্তিতে দেড় লাখ টাকা দেন মোহর দিয়ে বিয়ে কাজ সম্পন্ন হয়। একজন যুবতি কীভাবে বিয়ে ছাড়া এক মাস একটি যুবকের ঘরে থাকতে পারে এটাই সচেতন মানুষের প্রশ্ন। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।