এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল তারিপুর শান্তি শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ১০০ লিটার চোরাই মদসহ শুকুর আলী (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে চারিপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র। গতকাল রাত ১০টার দিকে সদর থানার এসআই ওমর ফারুক, এসআই মিজানুর রহমান ,এসআই পার্থ রজ্ঞণ চক্রবর্তী, সুমন চন্দ্র হাজরা, এ এস আই নুরে আলম নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায় শুকুর আলী উল্লেখিত মাদক চোরাই পথে বিক্রি করা চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।