স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত পাড়ায় এক ভবঘুরে যুবতীর আর্বিভাব ঘটেছে। সে কখনো গাছে উঠে, কখনো ছাঁদে, কখনো পানিতে। তার এমন দৃশ্য দেখে আদালতপাড়ায় উৎসুক জনতার ভিড় জমে। এ সময় সে জানায়, মৌলভীবাজার শেরপুরের যাত্রা থেকে পালিয়ে এসেছে। এর বেশি কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে যাত্রামঞ্চে সে নাঁচ গান করতো। বর্তমানে সে পাগল হয়ে গেছে।