নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জে ৪ দিন ব্যাপী স্কাউটস সমাবেশ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ জাহির।
এমপি আবু জাহির বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃংখলা ও সামাজিক দায়িত্ব পালনের জন্য ছাত্রছাত্রীদের উদ্যোগী হতে হবে।
উপজেলা স্কাউটস সম্পাদক কাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোঃ এমরান হোসেন, জেলা মুক্ত স্কাউটস সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন- শিক্ষানুরাগী মোঃ আব্দুর রহমান প্রমুখ। প্রধান অতিথি ৪ দিনব্যাপী স্কাউটস সমাবেশের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং তাবু ঘুরে দেখেন।
উল্লেখ্য, এ বছর স্কাউটস সমাবেশে ১৭ মাধ্যমিক বিদ্যালয়ের ২২ টি দল ছাড়াও মুক্ত স্কাউটস এর ৩ টি দল অংশগ্রহণ করে।