চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার বিকাল ৩টায় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট প্রশিক্ষণে ট্রি শার্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
প্রধান শিক্ষক আলহাজ্ব আঃ মতিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে। আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আঃ রউফ, নাবিনুল হক, বশির আহমদ প্রমুখ।
প্রশিক্ষণীর্থীদের হাতে ট্রি শার্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দরা বলেন, সুস্থ দেহ সুন্দর মন গঠনে শারীরিক শিক্ষার বিকল্প নেই। শারীরিক শিক্ষা ব্যাতীত কেহ উন্নতি লাভ করতে পারে না। সাধারণ শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হলে শারীরিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে আগে। শারীরিক শিক্ষা জন্মের মত পুরাতন। শারীরিক শিক্ষা সাধারণ শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ।