বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে পুলিশ-ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টায় মিরপুর বাজারের বেসিক ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
এসময় উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আব্দুল আহাদ কাজলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতা কর্মী কালো পতাকার মিছিল নিয়ে উল্লেখিত স্থানে আসলে অর্ধ-শতাধিক পুলিশ দুই দিক থেকে মিছিলটিকে ঘিরে ফেলে। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে মিছিলকারীরা ছত্র ভঙ্গ হয়ে যায়।
এঘটনায় মিরপুর বাজারে উত্তেজনা বিরাজ করছে।