ডেস্ক : কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের জন্মদিন আজ। জন্মদিনটাকে রাঙিয়ে তুলতে সপ্তাহখানেক ধরেই মিডিয়া পাড়ায় চলছে যোগাড়যন্ত্র। জন্মদিনে হাজারো মানুষের শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি। খোদ প্রধানমন্ত্রীও নায়করাজকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। আজ দুপুরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তরফ থেকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়েছে তাকে।
জন্মদিনে চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়করাজ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা ও ফুলের নিয়ে হাজির হন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
এ ছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, অভিনেতা ফারুক, ফেরদৌস, রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট, নায়করাজের নাতনি আরিশা ও কয়েকজন সাংবাদিক।
আরও শুভেচ্ছা জানিয়েছেন ‘আমার ছবি’ অনুষ্ঠানের উপস্থাপক শফিউজ্জামান খান লোদী ও পরিচালক শামীম আলম দীপেন। এদিকে ভিডিও বার্তায় রাজ্জাককে শুভেচ্ছা জানান, চিত্রনায়ক আলমগীর ও চিত্রনায়িকা ববিতা। চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরাও শুভেচ্ছা জানিয়েছেন।