হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পূর্ব শিয়ালউড়ি এলাকায় অভিযান চালিয়ে ১লক্ষ ৮হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন সংবাদিকদের জানান- শনিবার সকাল সাড়ে ১১টার দিকে হরষপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার দবির উদ্দিন ও নায়েক বশির আহম্মদের যৌথ নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের পূর্ব শিয়ালউড়ি এলাকায় অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদ(অফিসারর্স চয়েজ) উদ্ধার করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চুরাকারবারিরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত মদের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৮ হাজার টাকা। উদ্ধারকৃত মদ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা প্রদান করা হয়েছে।