এস আর রবেল মিয়া, চুনারুঘাট(হবিগঞ্জ)থেকে॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজারে এতিহ্যবাহী ৩০তম তাফসিরুল কোরআন সুন্নী সম্মেলন সম্পন্ন হয়েছে। পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কদ্দুছ ইকবাল সাহেব খলিফায়ে ফুলতলীর সভাপতিত্বে ও হাফেজ মোঃ রহমত আলী, মৌলভী আমিনুল ইসলাম ও মহিবুরের যৌথ পরিচানায় গত শুক্রবার দিবাগত রাত্র ১২ঘটিকায় আখেরী মোনাজাত করেন উক্ত তাফসিরুল কোরআন সুন্নী মহা সম্মেলনের প্রধান অতিথি মোফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ কমর উদ্দিন চৌধুরী, সাহেব জাদায়ে ফুলতলী।
এতে আরও তাফসির পেশ করেন মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা ফয়সল আহমদ হেলালী, মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা আবু নছর জেহাদী, মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা আজিজুর রহমান বুলবুলি, মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা ফরিদ আহমদ, ও মোফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা নেছার উদ্দিন নেছারী প্রমুখ।
মোনাজাত শেষে প্রধান অতিথি দুর্গাপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি পড়িয়ে দেন। এতে উপস্থিত ছিলেন উবাহাটা ইউ/পি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী। তাফসিরে ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব আব্দুস সাত্তার ও মুফতি আবুল হাসিম।