নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- শায়েস্তাগঞ্জ চরনুর আহমদ গ্রামের আঃ জলিলের ছেলে মোশাররফ মিয়া(৩০) ও বানিয়াচঙ্গের মোজ্জাফর মিয়ার ছেলে আনু(৩২) মিয়া।
শায়েস্তাগঞ্জ থানার এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুই ডাকাতকে আটক করেন।
পুলিশ জানায়, গত ১৭ জানুয়ারি সিএনজি পাম্প (জি এস ব্রাদার্স) এর পরিচালক কুতুবুর রহমান ১১ লাখ টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় পৌরএলাকার কলাপাড়া নামকস্থানে দুই যুবক অস্ত্রেরমুখে জিম্মি করে টাকার ব্যাগ নিয়ে যায়। এঘটনায় জি এস ব্রার্দাসের ম্যানেজার শামিম আহমেদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।