চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল চুরির চেষ্টাকালে শাহাজাহান মিয়া (২৭) নামে যুবককে আটক করেছে জনতা।
পরে উওম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার শহরের দক্ষিণ বাজারে শাহজালাল মার্কেটে এ ঘটনা ঘটে। আটক শাহাজাহান মিয়া উপজেলার সতং বাজারের শাহ আলমের ছেলে।
জানা যায়, উপজেলার আলীনগর গ্রামের বিলাল হোসেনের স্ত্রী মোছাঃ শেফুল বেগম
কেনাকাটার জন্য শাহজালাল মার্কেটে যান। এসময় শাহজাহান ওই মহিলার মোবাইল চুরির চেষ্টা করলে মহিলা শুর চিৎকার করেন। পরে বাজারের লোকজন শাহাজাহানকে হাতেনাতে আটক করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।