আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৯টায় পৌর এলাকার ফতেহপুরে এ ঘটনা ঘটে।
আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর পুলিশ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার ফতেহপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মিয়ার পুত্র গিয়াসউদ্দিন মিয়া ও একই গ্রামের ছমেদ আলীর পুত্র রব মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিরোধ নিষ্পত্তির লক্ষে গত সোমবার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান আতর আলীর মধ্যস্থতায় সালিশ-বিচারের আয়োজন করা হয়। উক্ত সালিশ-বিচারে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে দফায় দফায় হামলা পাল্টা হামলা চালায়। এতে বেশ কয়েকজন লোক আহত হয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। এতে আব্দুর রব মিয়ার স্ত্রী শেখ রুবি আক্তার (৩৫), আব্দুল খালেক মিয়ার পুত্র মঈনউদ্দিন (৪০), নিজামউদ্দিন (৩০), সৌলরী গ্রামের শেখ শহীদ মিয়ার পুত্র শেখ জিয়া (২৪) সহ ১০ জন আহত হয়।
ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই হুমায়ূন কবিরের নেতৃত্ব একদল পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রন ও সংঘর্ষস্থল থেকে রামদা, ফিকলসহ বিভিন্ন ধরণের বেশকিছু পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।