সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর অলষ্টার ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তরফ রাজ্যের রাজধাণী ঐতিহ্যবাহী লস্করপুর গ্রামের সাহেববাড়ীর পার্শ¦বর্তী মাঠে লস্করপুর অলষ্টার ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগীতার ফাইনালয়ে কলাপাতা একাদশকে হারিয়ে উত্তর লস্করপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লস্করপুর পূর্বপাড়া দেওয়ান সৈয়দ মুসা (রঃ) দরবার শরীফের মোতাওয়াল্লী, সমাজ সেবক ও দানবীর আলহাজ¦ দেওয়ান সৈয়দ হুমায়ুন রেজা।
লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান হিরু মিয়ার সভাপতিত্বে ও মেম্বার হেলাল আহমেদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেওয়ান সৈয়দ ফেরদৌস রেজা, ছিদ্দিক মেম্বার, মুরুব্বী আঃ কাইয়ুম, কামাল মেম্বার, দেওয়ান সৈয়দ মিকতাউর রোজা, দেওয়ান সৈয়দ আজিজুর রেজা আজিজ, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আঃ করিম খাঁন, দেওয়ান সৈয়দ আশফাকুর রেজা, আঃ আল নোমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, খেলাধুলা চর্চা যুব সমাজকে মাদকাশক্তি থেকে দুরে রাখতে সহায়তা করে এবং সাস্থ্যের জন্য ভাল। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।