সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি॥ আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০০৪সালের পরীক্ষার্থীদের পূর্ণমিলনী, আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা উৎসব অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে পূর্ণ মিলনী অনুষ্টানে সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে আউশকান্দি স্কুল এন্ড কলেজ ক্যাম্প এক মিলন মেলায় পরিনত হয়। শেখ কায়ছার হামিদের পরিচালনায় শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে পূর্ণমিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ- বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক আব্দুল কাইয়ুম, আব্দুল করিম, সৈয়দ মশাহিদ আলী, আব্দুস সালাম, হাবিবুর রহমান, কয়েস আহমদ, আবু সিদ্দিক, সহকারী প্রভাষক ইকবাল বাহার তালুকদার, অত্র প্রতিষ্টানের গর্ভনিং বর্ডির সদস্য আবুল হাসান চৌধুরী, আব্দুল হাকিম, ফকির ফজলু মিয়া প্রমূখ। এ ছাড়া ২০০৪সালের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, তোফায়েল আহমদ, কেশবচন্দ্র পাল, রাহাত আহমদ, আল আমিন, জুয়েল আহমদ, সেলিম (১), সেলিম (২), সেলিম (৩), সাদ্দাম হোসেন, জাবের আহমদ, আফিল উদ্দিন, আঙ্গুর মিয়া, মঈন উদ্দিন, স্বপন আহমদ, মুজিবুর রহমান, নুরুল হোসেন, নোমান আহমদ, অর্জুন, নিরের্শ, সোয়েব আহমদ, সামছুল ও বিলাশ, ডাঃ জুবায়েদা, ডাঃ শাহনাজ, শারমিন বেগম, সাবিনা বেগম, লিমা বেগম, শাহিনুর রহমান, পলি আক্তার, রওশন বেগম, বিউটি আক্তার প্রমূখ। শিক্ষদের ক্রেষ্ট প্রদান ও শিক্ষার্থীদের ম্যাগাজিন মুরুক উন্মুচন করা হয়। পরে বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ঝাঁকজমক ভাবে অনুষ্টিত হয়েছে।