ডেস্ক : ৫ জানুয়ারি সমাবেশে খালেদা জিয়া যোগ দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
সোমবার বেলা ১১টায় তিনি এ তথ্য জানিয়েছেন।
মারুফ কামাল বলেন, ‘মধ্যাহ্নভোজের পর তিনি সমাবেশের উদ্দেশে রওনা করবেন। সমাবেশে যাওয়ার জন্যই তিনি প্রস্তুতি নিচ্ছেন।’
কোন জায়গার সমাবেশে খালেদা জিয়া যোগ দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজধানীর তিনটি জায়গায় সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ডিএমপি অনুমতি দেয়নি। যেখানে গণজমায়েত হবে নেত্রী সেখানেই যোগ দেবেন।’
চেয়ারপারসনকে বের হতে দেয়া না হলে তিনি কি করবেন জানতে চাইলে মারুফ কামাল বলেন, ‘দলের নেতাদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নেত্রী।’