এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে মাইক্রোবাস চাপায় শিপন মিয়া (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে শহরের খাজা গার্ডেন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন কামড়াপুর এলাকার জলিল মিয়ার পুত্র। সে স্থানীয় শিখন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। জানা যায়, সকালে সে তার ভাই আকাশকে সাথে নিয়ে চৌধুরী বাজার থেকে অটোরিকশা যোগে শায়েস্তানগর আসার পথে তাদের বহনকৃত অটোরিকশাটি শহরের খাজা গার্ডেন সিটির সামনে আসলে চালক হার্ড ব্রেক করে। এতে শিপন অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখনই বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালের কর্তব্যরত চিকিৎক ডাঃ বলরাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।