নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সাকুয়া টুকের বাজার প্রাঙ্গনে পি-১৬ ইয়াং স্টার এর অভিষেক ও জার্সির লগো উন্মুচন অনুষ্টান অনুষ্টিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে এবং পি-১৬ ইয়াং স্টার’র অন্যতম সদস্য মোঃ আইনুল হক জুয়েলের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কবি ও গীতিকার জাহাঙ্গীর আলম রানা।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার তৃতীয় বারের মতো নব নির্বাচিত কাউন্সিলর ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, টুকের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রউপ, বিশিষ্ট মুরুব্বী মছদ্দর আলী কাচা মিয়া, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট (অবঃ) মোঃ মীরজাহান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়াং স্টারের কো-চেয়ারম্যান আইনুল হক, চেয়ারম্যান মাহবুব আলম রাজ, গ্লাক্সি বি এস’র অধিনায়ক মৃনাল কান্তি দাশ, মুহিত ভট্রাচার্য্য প্রমূখ। পরে পি-১৬ ইয়াং স্টারের সদস্যদের আনুষ্টানিক ভাবে পরিচয় পর্ব শেষে নতুন জার্সির লগো উন্মুচন ও বিতরণ করেন অনুষ্টানের অতিথিবৃন্দ।