মেযযাম্মিল হক, ফান্দাউক দরবার শরীফ থেকে :
ওলীকূল শীরমনি গাউছেপাক মাহবুবে ছোবহানী হযরত আব্দুল ক্বাদির জিলানী বাগদাদী (রহঃ) এর পবিত্র ওফাত দিবস (এগার শরীফ) ১১ রবিউস সানী রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়ীয়া জেলাধীন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে প্রতিবছরের ন্যায় এবারোও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। পবিত্র ক্বোরআন খতম আদায় করেন মাদরাসার প্রধান হাফেজ মোঃ ফয়েজ মোল্লা ও হেফজ শাখার ছাত্রবৃন্দ। বাদ মাগরিব তরিকার আম তা’লিম প্রদান করেন পীরজাদা আলহাজ্ব মাওঃ ক্বারী সৈয়দ আবু বকর সিদ্দিক সাহেব, তা’লিম পরবর্তী মূল্যবান ওয়াজ পেশ করেন মাওঃ হাফেজ শূফী আহমাদ, মাওঃ হাফেজ আব্দুস শহিদ, মাওঃ ক্বারী সৈয়দ জাকারিয়া আহমাদ, মাওঃ গাজী আব্বাস উদ্দিন, হাফেজ মাওঃ আব্দুর রহমান দৈনিক ইনকিলাবের নাসিরনগর প্রতিনিধি মাওঃ মোযযাম্মিল প্রমূখ। বক্তারা বড়পীর আব্দুল কাদির জিলানী রহঃ এর বিভিন্ন কারামত আলোচনা করেন। আউলিয়া কেরামের মহব্বত ও ছহব্বত লাভ করতে উপস্থিত শত শত ভক্ত মুরিদদের আহ্বান করেন। পরিশেষে পীর সাহেব ফান্দাউকী আলহাজ্ব মাওঃ মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন সাহেব ক্বাদরীয়া তরিকার খাছ তা’লিম, জিকির, ও মিলাদ মোস্তফা সাঃ আদায় করে মুসলিম উম্মারর শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন। এতে দূরদূরান্ত থেকে শতাধিক পীরভাই মুহিব্বীন ভক্তদের উপস্থিতি লক্ষ করা যায়।