বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলমের উপর হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় মিছিল শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদ, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য, হরাইটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, দ্বিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান ও বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম প্রমুখ।
সভায় বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। সমাবেশের পূর্বে একটি মৌনমিছিল অনুষ্ঠিত হয়।
এদিকে, সমাবেশ চলাকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই বিষয়টি সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেন। এ লক্ষ্যে আগামী ৩০ জানুয়ারি সকালে উপজেলা সভাকক্ষে সালিশ বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের সামনে শিক্ষকদের বেতন ফিকসেশন বাণিজ্যকে কেন্দ্র করে তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন।