চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের কাছে ৫১১ একর সরকারি খাস জমিতে হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবীতে চুনারুঘাাটে ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) উদ্যোগে বিশাল মানব বন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টায় পর্যন্ত পৌর শহরের হাজার হাজার ব্যবসায়ী তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শহরে মানববন্ধনে অংশ নেয়। এসময় শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়ক ১ ঘন্টা বন্ধ থাকে। মানব বন্ধন ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন সংগঠন অংশ নেয়।
পরে ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি কাউসারুল গনি, ব্যকস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠকি সম্পাদক সজল দাশ, যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, বিএনপি নেতা মীর সিরাজ আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সাংবাদিক আবুল কালাম আজাদ, আঃ আউয়াল. আশ্রাব আলী হাবিলদার, ইঞ্জিনিয়ার আঃ করিম সরকার, শফিউল আলম, শ্রমিক নেতা জিতু মিয়া, আরজু মাষ্টার, হাজী আবুল হাসিম, যুবলীগ সভাপতি ইয়াকৃত মিয়া, ব্যবসায়ী সাজিদুর রহমান সাজিদ, রফিক মিয়া তালুকদার প্রমুখ।
বক্তারা চুনারুঘাট উপজেলা চান্দপুরে হবিগঞ্জ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন, কতিপয় চা শ্রমিক নেতা সাধারণ চা শ্রমিকদর ভুল বুঝিয়ে, ইকনোমিক জোন হলে তাদের বাড়িঘর উচ্ছেদ করা হবে এমন ভুল তথ্য শ্রমিকদের বুঝিয়ে আন্দোলনের চেষ্ঠা করছে। তারা সরকারে কাছে দ্রুত ইকনোমিক জোন বাস্তবায়নের দাবী জানান। কতিপয় স্বার্থান্বেষী মহল ভোটের রাজনীতি করতেই এর বিরোধিতা করে চুনারুঘাটের উন্নয়নকে ব্যহত করতে চায় বলে বক্তারা মনে করেন।