সংবাদদাতা : বাহুবল উপজেলার রাউদগাঁও গ্রামে হযরত শাহজালাল (র) যুবসংঘে উদ্যোগে আজ উদর্যাপিত হয় পবিত্র ঈদেমিলাদুন্ন নবী । ১২ই রবিউল আওয়াল মাসে এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) মক্কা নগরী কুরাইশ বংশে বিবি আমের কুলের জন্ম গ্রহণ করেন । এরি প্রেক্ষিতে বিশ্বের সকল মুসলমানরা বিশ্ব নবীর আগমন উপলক্ষে এই দিনটিকে ঈদেমিলাদুন্ন নবী হিসেবে উদর্যাপিত হয় ।