চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দিন ব্যাপি অনুষ্টিত ওই ক্রীড়া প্রতিযাগীতা অনুষ্টানে এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য ছাত্রছাত্রীরা অংশ নেয়।
প্রতিযোগীতা শেষে স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত এক সভায় বিতরন করা হয় পুরস্কার। ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় ওই অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রাজার বাজার পূবালী ব্যাংক ম্যানেজার এ এইচ এম আলমগীর কবীর,সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবুল, রাজার বাজার সরকারী প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন চৌধুরী, বিশিষ্ট মুরব্বী ওয়াহেদ ভুইয়া ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগীতার মাঝে শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের মাঝে রশি টানাটানি ইভেন্টটি ছিলো আকর্ষনীয়।