স্টাফ রিপোর্টার ॥ সড়ক পারাপারে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ ভোকেশনাল ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মুখলেসুর রহমান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর সাদ্যত হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আনিচ্ছুজামান চৌধুরী প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন বিআরটিএর সহকারি পরিচালক হাবিবুর রহমান। প্রশিক্ষণে ওই ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকাসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সড়ক পারাপারে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।