এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে কবিরাজি চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে আটক ৩ মহিলা কবিরাজকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কোর্টের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। আটকরা হল ঃ বানিয়াচং উপজেলার শাহপুর গ্রামের আলী রহমানের স্ত্রী মিনারা বেগম (৪৫), তার পুত্র শরীফ উদ্দিন (৩০) ও মাদারীপুর জেলার কালশিরি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের কামাল মিয়ার পুত্র কায়েস (১২)। পুলিশ সুত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে কবিরাজির নামে প্রতারণা করে আসছে।
কৌশলে সহজ সরল লোকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। গত বুধবার সন্ধ্যায় ওই গ্রামের সাহেব আলী নামের এক প্যারালাইসিস রোগীর কবিরাজি চিকিৎসা করতে গিয়ে তার বাড়িতে প্রবেশ করে তারা এবং ১৩ হাজার টাকা নিয়ে চম্পট দেয়ার চেষ্টা করে। ওই দিন দিবাগত গভীররাতে তাদেরকে আটক করা হয়।