নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে ট্রাকের উপর থেকে পরে সোহেল রানা (২৬) নামে যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টাকার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত সোহেল রানা মাদারীপুর জেলার পাঞ্জা থানার সাতক্রসিং গ্রামের হাজরা মোল্লার পুত্র। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক ওলিপুর এলাকায় পার্কিং করা ছিল। এসময় অন্য একটি ট্রাক দাড় করা ট্রাককে ধাক্কা দেয়। এতে সোহেল রানা ট্রাকের উপর থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।