সোমবার (৫ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কুসকাবাড়ি ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি এয়ারটেল কোম্পানির প্রজেক্টর অপরেটর হিসেবে কর্মরত ছিলেন। আহত চালকের নাম ও পরিচয় যানা যায়নি।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, সকালে আমিনুল ইসলাম কোম্পানির কাভার্ডভ্যানে করে সিলেটে যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের কনকপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলে আমিনুল ইসলামের মৃত্যু ও গুরতর আহত হয় চালক। আহত চালককে উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।