স্টাফ রিপোর্টার ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জের নতুন পিপি হিসাবে নিয়োগ পেয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযুদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরী। বুধবার সকালে তিনি পিপি হিসাবে যোগদান করেন। তিনি অ্যাডভোকেট আকবর হোসাইন জিতুর স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি/পিপি) আব্দুছ ছালাম মন্ডল ১৯ জানুয়ারী এক পত্রে সিরাজুল হক চৌধুরীকে পিপি হিসাবে নিয়োগ ও আকবর হোসাইন জিতুকে অব্যাহতির নির্দেশ দেন।
পিপি পদ নিয়ে হবিগঞ্জে এক সপ্তাহ যাবৎ চলা জল্পনা-কল্পনার অবসান হল। এডভোকেট সিরাজুল হক চৌধুরী পিপি হিসাবে নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিছুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে জনগন ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাবেন।
পিপি হিসাবে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।