নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ ডিগ্রি কলেজের ৪ (চার) তলা ভিতসহ দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সকালে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কলেজের গভনিং বডির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, গভনিং বডির সদস্য মাহমুদ চৌধুরী, খলিলুর রহমান দুদু, ওয়াহিদুজ্জামান মাসুদ, আলতাব মিয়া, প্রেসক্লাবের সাধার সম্পাদক রাকিল হোসেন, অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না। কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- সফর আলী, হাবিবুর রহমান, আরোজ আলী শেখ, রফিকুল ইসলাম, কৃপেম চন্দ্র দেব, খালিকুজ্জামান, রেজাউল আলম, রূপেশ চন্দ্র দাশ, অসীম রায়, দুদু মিয়া প্রমুখ।