নিজস্ব প্রতিনিধিঃ ইটনা উপজেলার জনতাগঞ্জ বাজারে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজমিরীগঞ্জের রিক্সা চালককে ইমানুলকে স্থানীয় চেয়ারম্যান আটক করে ইটনা থানা পুলিশেরর নিকট সোর্পদ করে।
জানাযায়, বুধবার বিকালে আজমিরীগঞ্জ পৌর এলাকার পাহারপুর সড়কের বাসিন্ধা চাউ মিয়ার পুত্র রিক্সা চালক ইমানুল ইসলাম (১৮) অতিরিক্ত টাকার লোভে পড়ে স্থানীয় মাদকসেবীদেরকে মাদক নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এনে দেবার জন্য জন্য প্বার্শবর্ত্তী ইটনা উপজেলার জনতাগঞ্জ বাজারে গিয়ে মাদক ব্যাবসায়ীর নিকট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে আসার সময় স্থানীয় মৃগা ইউনিয়ন চেয়ারম্যান ছিদ্দিক তার দেহ তল্লাশি ছালিয়ে উপউল্লেখিত মাদক উদ্ধার করে থাকে আটক করে ইটনা থানায় পুলিশের নিকট সোর্পদ করে।