রোববার (০৪ জানুয়ারি) রাতে তার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল সংবাদ মাধ্যমকে জানান, সোমবার বেলা ১২টার পর বের হওয়ার চেষ্টা করবেন বিএনপির চেয়ারপারসন।
কিন্তু সোমবার (০৫ জানুয়ারি) সকাল ৯টায় এ ব্যাপারে জানতে চাইলে গুলশান কার্যালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) কখন বের হবেন সেটি এখনো ঠিক হয়নি। পরিস্থিতির ওপর সব নির্ভর করবে।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা যদি ঢাকা শহরে বড় ধরনের মুভমেন্ট দেখাতে পারেন তাহলে গুলশান কার্যালয়ের অবরোধ ভেঙে বের হওয়ার চেষ্টা করবেন খালেদা জিয়া। আর যদি নেতা-কর্মীরা এখনো নিষ্ক্রিয় থাকেন তাহলে গুলশান কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়েই দেশবাসীর উদ্দেশে কথা বলবেন তিনি।
রোববার গভীর রাত পর্যন্ত সারাদেশের আন্দোলনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন। জেলা ও বিভাগীয় পর্যায়ে দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সঙ্গেও ফোনে কথা বলেছেন।
এ ছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমনসহ ঢাকা ও ঢাকার বাইরে অবস্থানরত দলের স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব এবং পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন খালেদা। দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা।
সূত্র জানায়, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে খালেদা সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো মূল্যে মাঠে নামতে হবে। বাড়িতে গ্রেফতার হওয়া যাবে না। গ্রেফতার হলে রাজপথে থেকেই হতে হবে।