এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রাম থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল মিয়া (৩০) সহ তার দুই সহযোগিকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে যৌন উত্তেজক ১শ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি গাঁজা ও দাড়ি পালাসহ সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হল ঃ কামাল চুনারুঘাট উপজেলা সদরের বড়াইল গ্রামের মানিক মিয়ার পুত্র, তার সহযোগি একই গ্রামের মৃত ইউসুব উলার পুত্র লাল মিয়া (৩৫), ও দক্ষিণ নরপতি গ্রামের মৃত ইছাদ উলার পুত্র নোমান উলা বাহার (৪০)। মঙ্গলবার বিকালে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায় ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ঘর থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে উলেখিত মাদক উদ্ধার করা হয়।