মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি ॥
উপজেলা চেয়ারম্যান এটিএম মরিুজ্জামান সরকার বলেছেন নিজেকে স্বর্নিভর ও দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে হলে প্রতিটি শিশুকে সুশিক্ষা অর্জনের সুযোগ করে দিতে হবে। শিক্ষার বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। আজ মঙ্গলবার সকালে নব প্রতিষ্ঠিত মডেল শিশু একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া সভাপতিত্বে মডেল শিশু একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইমরানুর রশীদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ, নুরপুর এম এ মান্নান কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ মনির হোসেন। আলোচনা সভার শেষে উপজেলা চেয়ারম্যান এটিএম মরিুজ্জামান সরকার ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। এসময় মডেল শিশু একাডেমির কচিকাচা শিক্ষার্থী,অভিভাবক,এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।