মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ ফোর হেন্ডস্ ক্লাবের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত জাঁকজমক ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বৈত ব্যাডমিন্টন এলসিডি টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রবিবার সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক দর্শক উক্ত ফাইনাল খেলাটি উপভোগ করেন। ফাইনাল খেলায় অংশ নেয় হবিগঞ্জের রকি-শিশির বনাম শ্রীমঙ্গলের জাকির-হেলাল। খেলায় দু’টি ম্যাচেই হবিগঞ্জের রকি ও শিশির শ্রীমঙ্গলের জাকির ও হেলালকে হারিয়ে জয় লাভ করে। ১ম ম্যাচে হবিগঞ্জ ১৫ পয়েন্ট, শ্রীমঙ্গল ১১ পয়েন্ট। ২য় ম্যাচে হবিগঞ্জ ১৫ পয়েন্ট, শ্রীমঙ্গল ০৯ পয়েন্ট নেয়। ৩ ম্যাচের মধ্যে প্রথম ২ ম্যাচে হবিগঞ্জ জয় লাভ করায় ফাইনাল খেলায় হবিগঞ্জ কে বিজয়ী ঘোষনা করা হয়।
উভয় দলই দর্শকদের অত্যন্ত চমৎকার ও আকর্ষনীয় খেলা উপহার দেন। উক্ত ফাইনাল খেলাটি পরিচালনা করেন, মীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য শেখ আনিছুর রহমান।
খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রবীন সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মোঃ ফজলুল হক ফটিক। মোঃ অনু মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার।
বিশেষ অতিথি ছিলেন উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মোঃ রজব আলী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ এস রহমান চৌধুরী,পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী এম এ কাইয়ুম, আবুল কালাম মাস্টার, সাবেক ইউপি মেম্বার মোঃ চাঁন্দ আলী, নব নির্বাচিত পৗর কাউন্সিলর মোঃ তাহির মিয়া, মোঃ ফুরুক মিয়া, মোঃ জামাল মিয়া। উপস্থিত ছিলেন, ফোর হেন্ডস্ ক্লাবের সভাপতি মোঃ আখতার হুসেন জেমি, সহ-সভাপতি আঞ্চলিক ছাত্রলীগের আহবায়ক মোঃ মোর্শেদ আহমেদ, মোঃ মোবেদ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ রুকন উদ্দিন, কোষাধ্যক্ষ নিপু দাশ সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি তুলে দেন।