এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার গাজিপুর এলাকার গাজী কালুর মাজারের মেলায় গিয়ে মিনারা বেগম (৫০) নামের এক অন্ধ বিধবা মহিলা অগ্নিদ্বগ্ধ হয়েছে। গতকাল সোমবার সকালে এ অবস্থায়
দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা শ্রীকুটা গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। জানা যায়, প্রতিবছরের ন্যায় গত রবিবার থেকে ওই মাজারে ওরস শুরু হয়। মিনারা তার এক সহযোগীকে নিয়ে ওরসে যায়। গতকাল সোমবার সকালে শীতে আগুন পোহাতে গেলে আগুন কাপড়ে লেগে যায়। এতে তার পুরো শরীর জ্বলসে যায়। গুরুতর আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ডাক্তার জানিয়েছেন তার শরীরের ৯৫ ভাগই পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক।