এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর গ্রামে সুদের টাকার জন্য মিনা বেগম (২৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে আহত করেছে তহসিল অফিসের পিয়ন আব্দুল আলীম।
অপমানে মিনারা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে ওই গ্রামের সেলিমের স্ত্রী। আহত মিনা বেগম জানান, সম্প্রতি একই গ্রামের মজব উলার পুত্র সদর তহসিল অফিসের পিয়ন আব্দুল আলীমের নিকট থেকে সুদে কিছু টাকা নেন।
গতকাল টাকা দেয়ার তারিখ ছিল। কিন্তু টাকা দিতে না পারায় আলীম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে অপমান সহ্য করতে না পেরে মিনারা ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।