মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি॥ ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পুর্বভাগ ইউনিয়নের কদমতলী গ্রামে সোমবার সকালে এক নবজাতকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে নিজেদের উদ্যোগেই তারা লাশটিকে দাফন করে। ছেলে শিশুর ওই লাশ ক্ষতবিক্ষত ছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কদমতলীয় মো. গিয়াস উদ্দিনের বাড়ির দক্ষিণ দিকে নারিকেল গাছের নীচে লাশটি দেখতে পায় এলাকার লোকজন। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা লাশটিকে এক নজর দেখতে ভীড় জমায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানায়। পুলিশের সঙ্গে আলোচনা ক্রমে লাশটিকে স্থানীয় ভাবে দাফনের ব্যবস্থা করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্ম হোসেন হাজারী ঘটনার সত্যতা স্বীকার করে জানান ৮/৯ মাসের নবজাতকের লাশটি পুলিশের সঙ্গে আলোচনা ক্রমে লাশটিকে স্থানীয় ভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।