নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বাগানবাড়ী এলাকার পাশ থেকে অজ্ঞাত পুরুষ (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল প্রায় ৯টায় এ লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
জানা যায়- ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাগানবাড়ী এলাকার স্টার ব্রিকসের সামনে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে হাইওয়ে পুলিশ লাশ এসে উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
হাইওয়ে থানার ওসি বোরহান উদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।