মোঃ রহমত আলী ॥ বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৫ এলাকা খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ঘোষনা করেছেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। ১৭ জানুয়ারী রবিবার সকাল ৯টায় জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্পের উদ্যোগে বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের পাঁচটি এলাকা যথাক্রমে যাত্রাপাশা উত্তর, যাত্রাপাশা দক্ষিণ, রায়েরপাড়া, শরীফখানী, লামাপাড়া খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হওয়ায় আনুষ্ঠানিক ঘোষনা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। এতে প্রধান অতিথি ছিলেন জিওবি ইউনিসেফ ক্যাটস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রাজু আহমেদ। ইউনিয়ন ফেসিলিটেটর আজিজুল হক খান আজাদ ও আক্তারুজ্জামান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউ.পি মেম্বার নুরুল ইসলাম, মেম্বার আয়ুব আলী, মেম্বার ময়না মিয়া, ইউএসটি কোষাধ্যক্ষ শামীম হোসেন,সোস্যাল ওয়ার্কার মজিবুর রহমান, ফুল মিয়া প্রমুখ। সভা শেষে এক জমকালো ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিটিভি তালিকা ভূক্ত শিল্পী একে আজাদ, মোবাশ্বির আহমেদ তান্না, নয়ন মনি দাস, মাছরাঙ্গা টিভি’র সুমন খান, রাজিব ভট্টাচার্য্য, অনন্ত জলিল, উজ্জল শীল, তপু সূত্রধর।