মোঃ রহমত আলী ॥ বানিয়াচং সুফিয়া মতিন মহিলা কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সুফিয়া মতিন মহিলা কলেজ ক্যাম্পাসে জাকজমকপূর্ণ বর্ণাঢ্যে অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গভার্নিং বডির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও বানিয়াচং সদর ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচঙ্গ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবদাল হোসেন খান, জনাব আলী কলেজ ভাইস প্রিন্সিপাল মোঃ সামসুজ্জামান, বানিয়াচং আইডিয়াল কলেজের প্রিন্সিপাল স্বপনকুমার দাশ, বিএসডি দাখিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদে, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বশির উদ্দিন আহমদ, আমবাগান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিপুল ভূষন রায়, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ছিদ্দিকী। সুফিয়া মতিন মহিলা কলেজ এর প্রভাষক তামান্না আক্তার, রজত কান্তি দাস ও বিনয় চন্দ্র গোপের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালামত আলী খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পপতি লুৎফুর রহমান, প্রধান শিক্ষক আলী রহমান, ডা: মহিউদ্দিন মিয়া, প্রফেসর ফেরদৌসী রহমান, কবির হোসেন, মোস্তাফিজুর রহমান, রহমাতুল বারী, জাহাঙ্গীর আলম, নাজিরা আক্তার, লাত্তাকনু আক্তার, জহুরা খাতুন, মফিকুল হোসেন, তাসলিমা জাহান, দেবু ভট্টাচার্য্য, মহিবুর রহমান, মোহাম্মদ আলী, নৃপেন্দ্র চন্দ্র দাস, অনুপ কুমার দাস, জাকির হোসেন খান, ছাত্রী সাগরিকা খানম মীম, সানজিদা আক্তার, শারমিন আক্তার প্রমুখ। সভার পূর্বে কলেজের নতুন ভবনের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন শেষে নবাগত শিক্ষার্থীর ফুলের তোড়া দিয়ে বরন করেন আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান এমপি এবং সভা শেষে কৃতি ছাত্র-ছাত্রীদের ক্রেষ্ট প্রদান করেন সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। বিকালে ঢাকার টিভি ও বেতারের জনপ্রিয় কন্ঠ শিল্পীরা মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।