শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জি এস ব্রার্দাস (সিএনজি স্টেশন) এর ম্যানাজার কুতুব উদ্দিন কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাই হয়েছে।
রবিবার দুপুর দেড়টার দিকে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কলাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
ম্যনাজার কুতুব উদ্দিন জানান, ১১ লাখ টাকা নিয়ে শায়েস্তাগঞ্জ পূবালী ব্যাংকে জমা দেওয়ার জন্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। মহাসড়কের কলাপাড়া নামক স্থানে পৌছালে একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলকে গতিরোধ করে। এসময় মাইক্রোবাস থেকে অপরিচিত দুই যুবক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক দৈনিক শায়েস্তাগঞ্জ কে জানান, টাকা ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি।