স্টাফ রিপোর্টার ॥ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। সন্দেহজনকভাবে ওই স্কুলের ৩ নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আটকরা হল ঃ নৈশ প্রহরী আব্দুল মতিন (২৫), সামছুদ্দিন (২০) ও রামলাল দাশ (২৫)। পুলিশ সুত্রে জানা যায়, অন্যান্যদিনের মত বৃহস্পতিবার স্কুল ছুটির পর তালাবদ্ধ করে শিক্ষকরা যার যার বাড়িতে চলে যান।
শনিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পান স্কুলের কম্পিউটার ও কালার প্রিন্টার নেই। এছাড়া অফিস কক্ষের তালা ভাঙ্গা। বিষয়টি পুলিশকে অবগত করলে সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন নাইটগার্ডকে আটক করেন।
নৈশ প্রহরীরা গত শুক্রবার সংক্রান্তি উপলক্ষ্যে পইলে মেলায় ছিল বলে জানায়। পুলিশ ধারণা করছে এ সুযোগেই চোর এগুলো নিয়ে গেছে। ওই এসআই জানান, নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।