এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজারে অবিনাশ ডাক্তারের অপচিকিৎসায় তাজুল ইসলাম নামের এক ভ্যান চালকের জীবন বিনাশ হয়ে পড়েছে। সে গত এক মাস ধরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সার্জারী ওয়ার্ডে মৃত্যুর সাথে লড়ছে। সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। এ সময় সে জানায় তার বাড়ি বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে। তার পিতার নাম আব্দুর রহমান।
একমাস আগে পায়ে একটি বিষপোড়া নিয়ে ঘাটিয়াবাজারের চাদশী বিশেষজ্ঞ অবিনাশ মণ্ডলের কাছে আসেন। তিনি কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই একটি ইনজেকশন পুশ করে ওই পোড়াটি কেটে ফেলে ব্যাণ্ডেজ করে দেন এবং ২ হাজার টাকার ঔষধ দেন। ঔষধ খাওয়ার পর থেকে তার পায়ের অবস্থা আরো খারাপের দিকে যেতে থাকে। সে তার এক আত্মীয়কে নিয়ে ওই ডাক্তারের কাছে তিন দিন পর আসলে তিনি বলেন, ভয়ের কিছু নেই।
এক সপ্তাহের ভেতর কমে যাবে। এক সপ্তাহ পর তার পা ফুলে যায় এবং সে চলাফেরা করতে পারে না। পুনরায় ডাক্তারের নিকট এলে তাকে গালমন্দ করে সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। ভ্যান চালক নিরুপায় হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। সার্জারী ডাক্তার পরীক্ষা করে দেখতে পান তার পায়ের গোড়ালিতে পচন ধরেছে। এটি কেটে বাদ দিতে হবে। নতুবা পুরো শরীরেই এফেক্ট করতে পারে। এ ব্যাপারে ডাক্তার জানান পরীক্ষা-নিরীক্ষা ছাড়া হুট করে পোড়টি কেটে ফেলা ঠিক হয়নি। এ কারণে ইনফেকশন হয়েছে।