সিলেট : দীর্ঘ চার বছর পর আনুষ্ঠানিক সফরে আগামী ২১ জানুয়ারি সিলেট আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তার এই সফরকে ঘিরে পুরো সিলেট নগরীর এখন নতুন সাজে সাজতে শুরু করেছে। নগরীর বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধন ও রাস্তা সংস্কার করা হচ্ছে।
সিলেটের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মদন মোহন কলেজের হীরকজয়ন্তি অনুষ্ঠানে যোগ দিতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী। তবে এর বাইরে তিনি বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ছাড়াও নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এই সিলেট সফরকে ঘিরে কর্মব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। গোটা সিলেট নগরীকে ‘পাল্টে দিতে’ কাজ করছেন তারা। মদন মোহন কলেজকে সাজানো হচ্ছে নতুন সাজে। ইতিমধ্যেই কলেজের প্রতিটি ভবনে নতুনভাবে রং করা হয়েছে। কলেজ ও এর আশপাশে করা হচ্ছে সৌন্দর্যবর্ধনের কাজ।
সিলেট নগরীর বিভিন্ন সড়কে লাগছে সংস্কারের ছোঁয়া। যেসব সড়ক বছরের পর বছর বেহাল ছিল, সেগুলো এখন নতুন রূপ পাচ্ছে। বিশেষ করে নগরীর বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক প্রভৃতি সংস্কার সাধন করা হচ্ছে।
এদিকে রিকাবিবাজারস্থ গোলচত্বরে লেগেছে সৌন্দর্যের ছোঁয়া। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা চত্বর এখন নান্দনিক রূপ পেয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শোভা বর্ধনকারী ফুল গাছ লাগানো হচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠও সংস্কার করা হয়েছে। এর আশপাশের এলাকায়ও লেগেছে সৌন্দর্যের ছোঁয়া।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটেক নতুনরূপে সাজানো হচ্ছে। সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। কিছু কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।