আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের তিরাহ উপত্যকায় রোববার বিমান হামলায় ৩১ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ডজনখানেক জঙ্গি।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়, তিরাহ উপত্যকার কোকি খেল এলাকায় বিমান হামলা চালিয়ে জঙ্গিদের চারটি গোপন আস্তানা ও আত্মঘাতী বোমা হামলার প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। এ সময় আত্মঘাতী হামলাকারীসহ ৩১ জঙ্গিকে হত্যা করা হয়েছে।
অক্টোবর থেকে ওই অঞ্চলে তালেবান ও লস্কর-ই-ইসলাম জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে আসছে। কিন্তু ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে তালেবান হামলায় ১৩৪ শিশুসহ ১৫০ জন নিহত হওয়ার পর সেদেশে জঙ্গি দমন কার্যক্রম আরো জোরদার করেছে পাকিস্তানের সেনাবাহিনী।