নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এটিএম সালাম নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে তৃতীয়বারের মতো ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
শনিবার বিকালে ক্লাব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত প্রেস ক্লাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিল হোসেন, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সহ সভাপতি এমএ আহমদ আজাদ, উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক সলিল বরণ দাশ, আশাহিদ আলী আশা, আকিকুর রহমান সেলিম, মতিউর রহমান মুন্না, এটিএম জাকিরুল ইসলাম প্রমূখ।
নেতৃবৃন্দ নবীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি এটিএম সালামকে পৌর সভা নির্বাচনে পর পর তিন বার কাউন্সিলর নির্বাচিত করায় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কাউন্সিলর সালামের সফলতা কামনা করেন।