মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে::
নবীগঞ্জে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে “রিলেশন টু পিপল” নামের একটি সামাজিক সংগঠন। “রিলেশন টু পিপল” এর উদ্যোগে শুক্রবার সকালে নবীগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ১৫০ জন গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়। নবীগঞ্জ শহরের আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পাঙ্গনে আয়োজিত শীত বস্ত্র বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “রিলেশন টু পিপল” এর সভাপতি মো: নাঈমুর রহমান। সাধারন সম্পাদক এম.জে.আই জাহিদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন রিলেশন টু পিপল এর সহ সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ পাপন, যুগ্ম সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও “রিলেশন টু পিপল” সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে শুরু হয়ে ১ টার সময় শান্তিপূর্ন ভাবে শীত বস্ত্র বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়।