ঢাকা: রোববার বিকেল ৫টা থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে চাইছে বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ও আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালন করতে চায়।
দুই দলের এই মুখোমুখী অবস্থায় রাজনীতিতে একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই অবস্থায় রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সভা সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ডিএমপি সূত্র জানিয়েছে।
ডিএমিপি উপ কমিশনার ( মিডিয়া) মাসুদুর রহমান বাংলামেইলকে জানান, ডিএমপি কমিশনার সার্বিক নিরাপত্তার স্বার্থে তার ক্ষমতা বলে এই নির্দেশ জারি করে রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন।