আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজারে ১০০ দুঃস্থ শিশুকে শীত প্রদান করেছে দুঃস্থ শিশু সংস্থা।
১৫ই জানুয়ারী এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মাসুদুর রহমান মাসুক।
সংস্থার সাধারণ সম্পাদিকা আমেনা খাতুন ঝুনুর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিমুদ্দীন শামসুজ্জামান,মহিলা কাউন্সিলর ফেরদৌস বকুল,আবু তাহের,শেখ জালাল,মাসুক ভূঁইয়া,জাকারিয়া তালুকদার,স্বপন সাঁই, মনিরুল হক রকিব,হাফিজ তালুকদার,মইনুল হাসান রাশেদ,বেলাল আহমেদ প্রমূখ।
উপস্থিত ছিলেন,দুঃস্থ শিশু সংস্থার সাপ্তাহিক খেয়াল স্কুলের শিক্ষিকা হাসনা বিনতে ইউনুস,মীরা রাণী,সাংবাদিক, অভিবাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা,দরীদ্রদের সহযোগীতা করার জন্য এমন একটি সংস্থা গড়ায় সংস্থার প্রধান নির্বাহী আসাদ ঠাকুরকে বিশেষ অভিবাদন জানান।
উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান ও পৌরসভা চেয়ারম্যান নাজিমুদ্দীন শামসু যতদিন সংস্থাটি আছে ততদিন এর পাশে থেকে সহযোগীতা করার অঙ্গিকার করেন।
উল্লেখ্য,চলতি বছরের প্রায় ৩৫হাজার টাকা ব্যয়ে শীত বস্ত্র বিতরণ ছাড়াও ২০০৫ সাল থেকে দুঃস্স্থ শিশু সংস্থা এলাকার দরীদ্র হতদরীদ্র শিশুদের খাতা-কলম,স্কিম ড্রেস,বই পুস্তক ও আর্থিক সহযোগীতা দিয়ে আসছে।